Life Hacks and Tips highlights hacks for all angles of life, whether it be sparing cash, advancing your career, making strides your connections or finding happiness. We’re here to assist you get things done, rearrange your life and empower you on your way to magnificence.

বিবাহের পর বেশিরভাগ ব্যক্তি কেন বলেন বিয়ে না করলেই ভালো করতাম?



আপনি একটা নেমন্তন্ন বাড়ীতে গেলেন। সেখানে দেখলেন প্রচুর খাবার দাবার। দেখে আপনি লোভ সামলাতে পারলেন না। খেয়েই চললেন খেয়েই চললেন। আপনি জানেন এত খাওয়া খাওয়া ভাল না…সবাই জানে অতিরিক্ত খাওয়া ভাল না..ডাক্তার বলে বুঝেশুনে খাবেন। কিন্তু আপনি ভাবছেন…আরেকটু খেয়ে নিই..কি আর হবে ? এই ভেবে ভেবে আরেকটু খেয়ে নিলেন। ভাবলেন আগে খেয়ে তো নিই তারপর দেখা যাবে। এত ভালো খাবার আবার কবে পাবো কে জানে…বলে শেষে দু চারটে রসগোল্লাও খেয়ে নিলেন। খেয়েদেয়ে পানটা মুখে গুঁজে শিস দিতে দিতে বাড়ী ফিরলেন। রাত থেকে আপনার পেট ব্যাথা শুরু হলো…সে কি পেট ব্যাথা বাবা রে। কিছুতেই কমছে না। মাছ , চিকেন, পাঁঠার মাংসগুলো আপনার পেটে গিয়ে যেন জীবন্ত হয়ে গেছে…কুকুরকু কুকুরকু , ম্যাআআঁ ম্যাআআআআঁহ করছে। আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন। ধীরে ধীরে আপনার দিব্যচক্ষু উন্মোচন হলো…আপনি বুঝতে পারলেন আপনি পেটরোগা মানুষ। বুঝতে পারলেন সত্যি সত্যি এত এত খাবার খাওয়া আপনার উচিত হয়নি। কাঁদতে কাঁদতে পাশের বন্ধুটিকে বললেন…খাবার বুঝেশুনে খাস রে বন্ধু । দেখ আমার অবস্থা ।
বিয়ে ব্যাপারটাও তেমনি। বুঝেশুনে বিয়ে করতে হয়। সবাই বিয়ে করছে বলেই আমাকেও বিয়ে করে ফেলতে হবে সেটা ভাবলে তো হবে না। আপনার জানতে হবে যে বিয়ে সবার সহ্য হয় না…বিশেষ করে পেটরোগা মানুষদের।
Share:

0 comments:

Post a Comment

Sample Text

Copyright © Life Hack !! | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com